নিখিল খুব ভাল ছেলে
সবাই তাকে ভাল বলে।
তবে নিখিলের কপালে নাই সুখ
তার বৌ এর সদাই, থাকে ভারীমুখ।


বৌ এর কত নালিশ মনে, তার পরানে না সয়
নিখিল শুধু ভাল ছেলে, ভাল স্বামী নয়।
নিখিল ছাড়া এই পৃথিবীর সব স্বামী ভালো,
নিখিল ছাড়া সব স্বামীরা, বৌকে বাসে ভালো।


নিখিল আছে সবার জন্য, সবার বিপদে সহায়
একমাত্র বৌ এর জন্য নাই কোন তার সময়।
মানব সেবায় ব্যস্ত নিখিল, ছোটে সারা বেলা
শুধু বৌ এর বেলায় আছে তার একরাশ অবহেলা।


অফিসে কাজ বাড়ীতে কাজ, কাজের শেষ নাই
বৌ এর জন্য একটু সময় বরাদ্ব তার নাই।
সবার দুখঃ সবার কষ্ট নিখিল আছে পাশে
শুধু বৌ এর কোন দুখঃ কষ্ট শুনতে চায়না সে।


বৌ এর আশা নিখিল তারে একটু সময় দেবে
বুকের যত জমানো কথা পাশে বসে শুনবে।
বৌ ভাবে আজ সারারাত, বলবে কথা বিছানায়
হায়রে কপাল-একঘন্টা যেতেই দেখে,
সুবোধ বালক অঘোরে ঘুমায়।l


বৌ রেগে যায়, পেয়েছো এক সস্তা বৌ,
মূল্য তার দিলে না,
শুধু নিজের স্বার্থ ছাড়া, আমায় তোমার লাগেনা।
মাগনা পেলে ভালবাসা, আদর স্নেহ যত্ন
কেউ দেয়না মূল্য তার, শুধু অবহেলা অফুরন্ত।


বৌ খেপেছে কয়না কথা, আঁধার করে মুখ
নিখিল বসে ভাবলো, নিভেছে কোন্ আলো,
ব্যথায় কেনো কাঁপলো বুক।
              -: o :-