বন নদী পাহাড় ফুলে
এই পৃথিবী সাজালে
কেন দিলে ভালবাসা
স্নেহ মায়া আশা।


ছোট পাখি অবুঝ প্রানী
নিজেকে রক্ষার জ্ঞান নেই যার
সন্তানের প্রতি ভালবাসা তার
সীমাহীন দুরন্ত দুর্বার।


সৃষ্টি হতে সৃষ্টি করে
তোমার সৃষ্টি বাঁচিয়ে রাখো
ভালবাসার শক্ত জালে
সবাইকে তুমি জড়িয়ে রাখো।


জীবন তরী বেয়ে চলে
আশা পূর্ণ হবে বলে
এক দ্বীপে পৌছে গেলে
অন্য দ্বীপে ছুটে চলে।


আশা এক অন্তহীন তৃষা
সভ্যতাকে বিকশিত করে আশা
জীবনকে দেয় চলার গতি,
তোমার দেওয়া শক্তিবলে
তোমার নিয়ম মেনে চলে
গতিশীল এই প্রকৃতি।
     -----o----