আমার মেয়ের একটু হাসি মুখ
আমার অসীম সুখের মূর্ছনা,
আমার ঘরে সে আলোর ঝরনা
আমার জগতে সে রাজকন্যা।


তার মান অভিমান চঞ্চলতা
তার খুশির বন্যা হৃদয় জুড়ে,
বাপের ঘরের এই স্বাধীনতা
পাবে কি সে অন্য ঘরে?


বাজবে সানাই ক'দিন পরে
ঠিকানা হবে তার অন্য ঘরে
এ কঠিন বাঁধন ছিড়ে
চলবে জীবন কেমন করে?


একটু শাসন করতে গেলে
চোখ ভাসে যার জলে,
কেমন করে বাঁচবে সে
শত নিয়মের বেড়াজালে?
        ------o-----