আমার প্রিয় সবুজ গ্রাম
আমায় ডাকে সারাক্ষন
সবুজ প্রকৃতির অপার স্নেহে
গড়া আমার দেহ মন।


সবুজ ছাড়া বাঁচেনা পৃথিবী
বাঁচেনা কোন প্রান
সবুজের জন্য সহজাত ভালবাসা
সকল হৃদয়ে অফুরান।


তবু মাটি জল বায়ু দূষিত করে
সবুজকে করছি ম্লান
শস্যক্ষেত আর বৃক্ষ কেটে
কত উন্নয়নের প্লান!


যে সবুজ তোমায় বাঁচিয়ে রাখে
তাকে রক্ষায় নেই আত্মবোধ
নিশ্চিত একদিন দেখাবে তোমাকে
প্রকৃতির প্রতিশোধ।
           ------o-----
*সাপ্তাহিক পলাশ সাহিত্য পত্রিকায় প্রকাশিত।