ময়না বেশ রূপবতী
এটা তার সুখ না
চলার পথে প্রতি পদে
রূপ তার যন্ত্রনা।


গরীব ঘরের মেয়ে ময়না
ভ্যান চালায় বাপ
চারিদিকে হায়নার চোঁখ
রূপ তার অভিশাপ।


মনে ভাবি সভ্য সমাজ
মনটা আদিম লজ্জাহীন
ঘরে বাইরে সবখানে
ময়না থাকে নিরাপত্তাহীন।


বাপের চিন্তা মায়ের চিন্তা
মেয়ের চিন্তা সব সময়
গরীব ঘরে রূপ নিয়ে
কেন মেয়ের জন্ম হয়।


সবাই বিয়ের লোভ দেখায়
ভালবাসার জাল পাতে
ময়নার চোঁখে জল আসে
হৃদয় দেওয়ার উৎপাতে।


অকারনে অসৎ মনে
ছড়িয়ে দেবে অপবাদ
যাতে ময়নার মিটে যায়
বেঁচে থাকার স্বাদ।


সমস্যাটা এমন হলে
বিয়ে তার সমাধান
বড় হবার সপ্ন দেখা
চিরতরে অবসান।


ময়না ভাবে রূপটা তার
কাঁটা হয়ে থাকবে
জীবনটা তার নষ্ট হলে
ওরা সবাই খুশি হবে?
      -----o----