সকাল বেলা সোনা ঝড়া
রোদ লেগেছে গায়
শিশির ভেজা ঘাস ফুলেরা
চোঁখ মেলে চায়।


মাঘ মাসে সকাল বেলা
ধান ক্ষেতে হাটি
খালি পায়ে শিশির লেগে
অবশ হলো পা দু'টি।


যে দিক তাকাই কুয়াশা
ভাল দেখা যায় না
সূর্যটা বাঁধা পেয়ে
বেশি রোদ দেয় না।


একটু সময় দাড়িয়ে থাকি
আলের উপড়ে
মিষ্টি রোদের মিষ্টি তাপে
শীত গেল দূরে।
      ----o----