প্রতীক্ষা
*******
আমি আছি এক বসন্তের প্রতীক্ষায়
যখন কৃষ্ণচূড়া মন রাঙিয়ে দেবে
ফুলে ফুলে হৃদয়ের শূন্যতা ভরে যাবে
প্রজাপতি উড়ে উড়ে মনে ছন্দ আনবে
দখিন হাওয়া সব যাতনা মুছে দেবে
নুতন পাতা নুতন আশা দেখাবে
কোকিলের কুহুতান চোঁখে স্বপ্ন আঁকবে
গোঁধুলির সোনালী আলো
অভিমান ভেংগে দেবে
বুঝবে তুমি ভুল বুঝেছো আমায়
আমি আছি সেই বসন্তের প্রতীক্ষায়।


আমি আছি এক বরষার প্রতীক্ষায়
যখন ঝর ঝর ধারায় মন উতলা হবে
কালো মেঘের ছায়ায় মন সাথী খুজবে
রঙধনু  হৃদয়ে কারো ছবি আঁকবে
ডাহুকের ডাক মনে বিরহ জাগাবে
রজনী গন্ধা রাতে নিদ্রা কেড়ে নেবে
বিজলীর ঝিলিক ভুল ধরিয়ে দেবে
ঝিরি ঝিরি পাতার শব্দ
ভালবাসা জাগিয়ে দেবে
আবার হয়তো তুমি ডাকবে আমায়
আমি আছি সেই বরষার প্রতীক্ষায়।
        -------o------