যখন একা
**********
দিদার আমার চুল পেকেছে
দাদুর নড়ে দাত
বুড়ো বুড়ি রাগ করেছে
কেউ খাবেনা ভাত।


দু'জন যখন ঝগড়া করে
আমার হাসি পায়
দিদা একটু কেঁদে কেটে
নীরব হয়ে যায়।


দাদু গেলে পুকুর পাড়ে
দিদা খেয়াল রাখে
ঝগড়া করে দু'জন আবার
এক সাথে থাকে।


দাদুর আছে ডায়াবেটিস
কম ভাত খায়
দু'জন মিলে বিকেল বেলা
হাটে রাস্তায়।


দাদুর যখন অসুখ করে
দিদা কিছু খায় না
দিদার একটু জ্বর হলে
দাদুর চোঁখে ঘুম আসে না।


কাটলো জীবন একসাথে
এখন বুড়ো বুড়ী
কেমন করে বাঁচবে একা
হলে ছাড়াছাড়ি।


যার নিয়মে জোড়া লাগে
তার নিয়মে ভেংগে যায়
ভেংগে যাওয়ার কঠিন ব্যথা
একজনকে সইতে হয়।
     -----o----