খুশি মনে
********
ছেলের বিয়ে ঠিক হলো
ইঞ্জিনিয়ার বৌ পেলাম
আমার কোন দাবী নাই
গর্ব করে বলে দিলাম।


উচু বংশের লোক আমি
যৌতুকের লোভ নাই
বিলেত ফেরত ছেলের জন্য
আমি শুধু বৌ চাই।


মেয়ের বাবা অফিসার
অনেক টাকা বেতন পায়
আমার কেনো চাইতে হবে
সে তো মেয়ের সুখ চায়।


আমার যাতে মান থাকে
সেইটুকু তো দেখতে হবে
মেয়ের বাবা নিশ্চয়ই
তার মেয়েকে সাজিয়ে দেবে।


বিয়ের পরে দেখবে সবাই
জিনিসপত্র কি পেল
তখন যদি লজ্জা পাই
আমার মাথা নীচু হলো।


যৌতুক আমি চাই না বটে
ছেলে তো আর ফেলনা নয়
ভাল ঘর ভাল বর
তার মান রাখতে হয়।


মেয়ের বাবা বুদ্ধিমান
নিজেই সে বুঝবে
মানি লোকের সম্মান
নিশ্চয়ই সে রাখবে।


যৌতুক আর সম্মান
দুইটা তো ভাই ভিন্ন
খুশি মনে  যা দেবে
সব তো মেয়ের জন্য।
    -----o----