হতে চাই এক গুচ্ছ গোলাপ
হতে পারি একরাশ কাশ
একমুঠো রোদ্দুর কিংবা
হতে পারি এক ফালি চাঁদ,
হতে চাই দখিনা বাতাস
প্রয়োজনে কালবৈশাখী ঝড়।

হতে পারি মায়া
কখনোবা আলো,
ছড়িয়ে যাক নয়ত
দিকবিদিকশুন্য।

হতে পারি বৃদ্ধ বটগাছ
দিয়ে যাবে ছায়া
হতে পারি যা হওয়ার
নয়ত
হতেও পারি......কিছুই নয়।

        _ হালিদে এদিব