আঁকিবুঁকি পেন্সিলের টানে
কিছু দাগ কেটে
যদি ছবিতে প্রাণ দেয়া যায়,
তখন সে ছবিও কথা বলে।
তাহলে
কিছু এলোমেলো আর শুদ্ধ
শব্দের খেলায়
কিছু যদি লেখা যায়,
তবে সে লেখাতেও প্রাণ থাকে
সে লাইন গুলো হয়ে যায় জীবন্ত।


ইচ্ছের যদি শক্তি থাকে
তবে তাই হোক,
চিন্তাকে উন্মুক্ত করে
ভাবনাকে উজাড় করে দাও।


হোক সে এলোমেলো
হোক সে হাসি-কান্না
হোক সে হয়ত মজার নয়ত গম্ভীর,
তবুও লেখো।
লেখো অন্তরের গভীরতার জন্য
লেখো কিছু অনুভূতির জন্য
লেখো নিজের জন্য
      _হালিদে এদিব