এখন আর ফুল আসে না কৃষ্ণ চূড়ায়,
একঘেয়ে এক জোড়া শালিক বেসুরো সুর ডেকেই বেড়ায়।
বকুল তলায় কোলাহল নেই আগের মত,
ছিন্ন বকুল,হৃদয় অনেক,সব হৃদয়ে একই ক্ষত।
অনেক পাখিই বাসা বাঁধে শিরীষ গাছের পূবের শাঁখে,
সেই ছেলেটি আগের মতোই,পদ্য লেখে,পাতার ফাঁকে আকাশ দেখে।
কে বা জানে এভাবে তার আর কত কাল,
কত শত রাত পোহালে তবে সকাল!