অজরে ঝরা বৃষ্টি আকাশ-পাতাল ভিজিয়ে গেলেও,
কিছু মানুষের ভক্তব্য তাদের মনে ভেজাতে পারেনি।
এমন না যে বৃষ্টিকণা আঙিনায় পৌঁছেনা,
ফটক বন্ধ রাখার দায়তো বৃষ্টি নিতে পারেনা।
অনেক শুনেছি,
স্মৃতি বেদনার অস্তিত্বে জাগাই শিহরণ,
কেন,স্মৃতি বুঝি সুখময় হয়না?হয়!
অমলিন-বুকে বিধে থাকা
নীলা রঙের স্মৃতিচারণের কিবা দরকার,
তার আবরনে বেদনার কুটির বুনার কোন অর্থ আমি দেখিনা।
বলছিনা মুছেদিতে, সম্ভবইবা কি করে,
বৃষ্টি যেমন বইছে তার খেয়ালে,
তেমনি করে"চলুক না জীবন আপন মনে"!!