চারিদিক সুখ আনন্দে কাটে প্রতি মুসলিমের বুকে
ফিলিস্তিনে আমার জাত ভাই দেখি মৃত্যু যন্ত্রণায় ভুগে
খোদার আরশ কাপছে বুঝি— ঐ কাফেরের বোমায়? না, কুরসি তাহার কাপছে ক্রোধে, উম্মাহ যখন ঘুমায়।
  আকাশ জুড়ে আগুন লেখা, ধ্বংস যেন দোয়ার ছায়া, জাহান্নামের আগুন যেন মোদের পরে নিস্ব কায়া
যে উম্মাহ একদিন ওঠে দাঁড়াতো, একে অপরের তরে
আজ তারা নিঃশব্দ, ব্যস্ত দুনিয়ার খেলা করে।
নেতারা চুপ, চুক্তির নেশায় বিকিয়ে দেয় প্রাণ,
মুমিনের বুক ফাটে তবে মুখ ফোটে না, আছে শত অভিমান।
কাকে কি বলিবে তারা তো জানে লাভ নেই কিছু বলে
মৃত মানুষের কাছে সাহায্য শিরক এটা সকলেই জানে
আমি তো দেখি মুসলিম তারা, মোরা মুনাফেক সবে
আমাদের বলে লাভ নেই বন্ধু, কেবল অভিশাপ মোদের রবে
আজানের সময় আল্লাহু আকবার বলে শেষ হয় রাফাহ।
হে মুমিন ভেবেছো কি কখনো চুপ করে থেকেই পাবে নবিজীর শাফা??
কাকে কি বলিবো আমি ও তো মুসলিম, মুসলিম যেনো এক উক্তি
মনেতে আমাদের রয়েছে ঠিকিই আমেরিকার প্রতি ভক্তি
ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে খোদা তো তাই বলে
কিন্তু কে ডাকবে? সবাই তো ঘুমায় নিজের স্বপ্নের ঘোরে।
বিশ্ব মুসলিম, জাগো তবে, চোখে আনো খোদার ভয়, জেগে ওঠো সবে, ধরো কলরবে তবেই হবে নব সূর্য উদয়।