তুমি আমার অচল প্রেমের পদ্য
এবং সম্মিলিত প্রেমের ইতিহাস।
শিশির শিক্ত ঘাসে ঝরা পাতার মর্মভেদী আত্মচরিত গল্প
এখন বেসুরে গান,
সাইবেরিয়া আগত পাখির পালকে পালকে-
লিখেছি  অসংখ্য যতিহীন মুক্ত ছন্দের কাব্য।
অথচ,
তাজমহলের বেলে পাথরে শ্রমিকের ঘামে রক্তাক্ত ইতিহাস-
আজ ভুলতে বসেছে পুঁজিবাদী সভ্যতা।
কথা ছিলো আমাদের প্রেম হবে সত্য,সুন্দর ও নৈসর্গিক।
সাজানো বাগানে ফুলশয্যার রাত হবে,
মধ্য রাতে জোনাক আলোর মধুর ব্যঞ্জনায়
নতুন অতিথির বীর্যে বীজে ভিজে জবজবে হবে আমাদের পূর্ণতার রাত!
অথচ,
হৃদয় গহীনে অন্তর বেদনার নিত্যকার খোরাক তুমি।
যদিও প্রেমের কাব্য লিখি ডায়রির অবিন্যস্ত পাতার ভাঁজে ভাঁজে
যদিও বর্ষার গানে হই মাতোয়ারা।