আঁধার ঘনিয়ে এসেছে ঐ দূর অন্ধকার
বনজঙ্গলের দ্বারে।
মাঝি তরী বায়,তীরে এসে থেমে যায়,
নৌকা বাঁধা ঘাটে সারে সারে
শূন্য সে ঘাট,জনশূন্য মাঠ,জীবন থেমে যায়
চলেছে যারা এই পথ
ভুলেনি ওরা,দীপ্ত মনের সিক্ত শপথ
দূর হতে থেকে থেকে আসে,বাঁশির সুর
ফেলে আসা অতীত,বাজে বেদনার করুণ সুর
এই ঘাট হতে,শত পথিক,গিয়েছে শত পথে
থেমে থাকেনি জীবন,কারো কোন মতে
অথচ তরুণ,এখনো পথ রয়েছে বেশ
ভাবছ হেথা পথ চলা তোমার হল শেষ?
অনেক তরুণ,ছুটেছে দারুণ এখনো অনেক বাকি
কেউ কেউ থেমে যাবে,পথ দিবে না তবু ফাঁকি
পথ চলেছে পথের মতো
পথিক চলেছে শত
ইতিহাস বলে তোমার সাথি
ছিল শত রথী-মহারথী
তবে কেন ভয়,তবে এতো সংশয়
অথচ দেখো পথে ফুটেছে শত তাজা ফুল,
ভেঙেছে নদীর দুকূল
তবুও পথের হয়নি আজও শেষ
এসো নবীন আলোর মিছিলে রাঙাতে এই দেশ
জাগ্রত যে ঘুমিয়ে আছে সে
জাগ্রতকে জাগাও
ওহে নবীন বন্ধুর পথে প্রাণ দিতে
জীবনের জয়গান গাও