তোমরা যা বলতে পারো,মুখ ফুটে অনায়াসে।
আমি তা বলতে গেলেই টুঁটি চেপে ধরতে আসে,
যায় না বলা মনের কথা।
পোষা মনের গোপন ব্যথা,
দুঃখগুলো বুকে রাখা।
হাসি দিয়ে কষ্ট ঢাকা!
রাগের বশে অনুতাপে ফুঁসছে ভীষণ,
জাগবে যখন গুপ্ত ক্ষোভে সুপ্ত অনুরণন।
ভাঙবে তোদের সাজানো এ মধুর আবাসন,
তোমরা শুধু পাশে থেকো।
প্রয়োজনে কাছে ডেকো,
সময় হলে গাইবো আমি সূর্যোদয়ের গান।
অহংকারী সভ্যতা ভেঙে করবো দু'খান,
তোমরা শুধু সাহস দিও,মনে দিও বল।
ফলাবোই আমি স্বদেশের মাটিতে উর্বর ফসল।
জীবন দিয়ে রাখবো আমি স্বদেশের মান,
ভালোবাসা দিয়ে মানুষে মানুষে ভাঙবো অভিমান।
তাতে যদি যায় মোর,যাক না প্রাণ,
স্বদেশের তরে হেসেই নিজেকে করবো দান।