একদিন সব শেষ হয়ে যাবে আমাদের
ফুরোবে জীবনের সমস্ত প্রয়োজন।
সমস্ত দিনের শেষে যেমন সূর্য ডুবে
জীবনের প্রয়োজনেই থেমে যাবে এ জীবন
তখন গল্পের পাতায় বিবর্ণ রোদ্দুর
সোনালী সকাল,তারায় সাজানো রাতের বিমুগ্ধ চাঁদ
আর দেখব না।
এখানে আর কেউ জাগবে না,কেউ আর জাগাবে না।
আমাদের প্রয়োজন ফুরিয়ে আসবে,
হয়তো অচিরেই আসছে
শুণ্য হাতে অথবা ধূসর গোধূলি পেড়িয়ে
পথিকের দল এখানেই থেমে যাবে।
এই পথচলা হবে শেষ।
পরে রবে বিকেল,ঝিঝি ডাকা সন্ধ্যা
কেবলই বিষাদ অথবা বিষন্ন অবসাদ।