খুজিঁ আমি যারে
সে কি বুঝে মোরে?
যতন করে যাতনা লুকিয়ে,
অপলক নয়নে রয়েছি চেয়ে।
প্রিয় আমরা বাধিঁ নতুন ঘর!
প্রেমেতে প্রেম হোক পরস্পর,
ডাকুক পাখি,ফুটুক ফুল।
তোমার কানে ঝুলুক দুল,
যদি দুঃখ আসে বক্ষ বয়ে,
যদি বুক ভেসে যায় চোখের জলে
মুছবে তোমার শাড়ীর আচোল।
তোমার কোলে রাখবো মাথা,
ভুলিয়ে দেবো সকল ব্যথা।
তোমার ঠোঁটে রাখবো ঠোঁট
তোমার চোখে চোখ,
দুধসাদা চাঁদরাঙা তোমার ঐ মুখ।
দেখবো হাসি অহর্নিশি,শিশির সিক্ত সকালে।
এসো মিলি আমরা দুজন প্রেমের ছায়াতলে
প্রিয়তমা তোমার অপেক্ষায়
সহে না প্রাণ বাধিতে আপ্রাণ বসন্ত যে যায়!