অথৈ নীল জলরাশির বুক চিরে
সদা প্রবহমান সাগরে
অন্তিম বেলার সূর্য অস্ত যায়।
নীড়হারা পাখি বালুকা রাশির ভিড়ে
বিভ্রান্ত দূরের আকাশে আঁকে রংধণু মেঘ,
হাওয়ায় ভাসে হৈমন্তীর শুভ্র শাড়ির আঁচল-
মনের অজান্তে জাগে সুতীব্র গানের সুর।
তোমাকে না পাওয়ার সামাজিক দেয়াল
লেখে হারানো বেদনার দীর্ঘ ইতিহাস!
এ দেয়াল দীর্ঘ এক যন্ত্রণার বঞ্চিত ইতিহাস।