ভুল দরজায় কড়া নেড়েছি
ভুলো মন অপাঙ্ক্তেয় করেছি দান।
বিস্তীর্ণ সবুজ প্রান্তরে হেঁটে হেঁটে ক্লান্ত অবশ্রান্ত আমি,
দৈনতার কড়াল ছোবলে এফোঁড়িত দেহের প্রতি কোণে বিষাক্ত আছোড়।
ক্ষতবিক্ষত মনে যন্ত্রণার কাঁটা হুল বেঁধেছে,
আমার পোষা কুকুরটিও ব্যথিত মনের যন্ত্রণা ধার নিতে চায়।
শুধু তুমি অবিরত কুঠারাঘাত করে যাচ্ছো!
বুকের কোমল জমিনে অবিরল দ্রোহের চাষ হচ্ছে
তুমি কি জানো প্রিয়তমা?