ভালোবেসেছি বহুজনকে
পেয়েছি কজনার?
হয়তো আড়ালে কেউ মন দিয়েছে
পেয়েছে কজন?
প্রেমিক অথবা অপ্রেমিক
কে আমি,কেই বা তারা?
অনন্ত সকাল যখন কালঘুমে,
পদ্মপাতার জলের মতন জানালায় নিমীলিন চোখ!
সত্যিই কি কেউ আমার,আমি কার?
প্রকৃতির বৈরীতার এক অপার দ্বন্ধ চলমান।
আমরা স্রোতের কিনারে খরকুটোর মত ভেসে ভেসে মিশেছি বালুকারাশির সমুদ্র পাড়ে।
এখানে রাত গভীর হয়ে আসে,
তন্দ্রার ভিতর জেগে থাকে ঝিনুক।
আকাশের বুকে জেগে থাকে আকাশ,
জেগে থাকে তারা-
জেগে থাকে চাঁদ।
কে জেগে আছে কোথায়,কার অপেক্ষায়?
আমি কার কে আমার?
স্বপ্নদোলে অবিরাম।
কলমিলতার বাঁকে বাঁকে জড়ানো মায়ায়
শাপলারা হাসে মধুর স্নিগ্ধতায়।
উপরে কিংবা নিচে স্বচ্ছজলে কবিতার পাণ্ডুলিপি
এখানে প্রেমবিলাসে আঁকে জলরঙ ঢেউ
ঢেউয়ের জলরঙ।