এমন তাঁর চুলের বাহার
দেখে মিটে না আহার
কে তুমি,তুমি কার?
পলকে দেখে জাগে ঝলক
বাহারি তাঁর নাকের নোলক।
মিটে না যুবকের প্রেম তৃষা
আহ! কি যে তোমার বেশভূষা!
সত্যি করেছ হৃদয় হরণ
না পেলে হায় আসবে মরণ
সুঘ্রাণে মাতে মৌ,পৌষের রৌদ্র করে ঝিলমিল
পানি টলটল করে ঝলমল আকাশ হয়েছে নীল
এসো উর্বশী এসো নয়নহরা
জেগেছে যে প্রেম,এ প্রেম বাঁধনহারা
পায়েতে আলতা,কানেতে দুল
পথকলি কাঁদিয়া মরে প্রাণেতে প্রাণ,বাধিত ব্যাকুল।