প্রতিটি দিন আসে এক অজানা শঙ্কা নিয়ে।
প্রতিটি দিন হারিয়ে যায় মহাকালের অনন্ত গর্ভে,
প্রতিটি মুহূর্ত কেটে যায় অস্থিরতা নামের তুচ্ছ বিষয়ে।
কেন এসেছি,কোথায় যাচ্ছি,কি নিয়ে এলাম আর কিইবা নিয়ে যাচ্ছি?
এই অনন্ত অসীমের অজানা গন্তব্যের মাঝে
সেরা আর শ্রেষ্ঠত্বের অহমিকায় আমরা হারিয়ে যায়।
শূন্য হতে শুরু আবার শূন্যেই প্রস্থান,
আসা এবং যাওয়ার মাঝে কেবলই
কি এবং কেন,উত্তর যদিও মেলে তথাপি বিতর্ক নামের
ডালপালা মেলে ধর্মীয় আবরণে রূপ নেয় সকল প্রশ্ন!
আমরা ধার্মিক হতে চাই মানুষকে ঘৃণা করে।