কথা ছিল কেউ একজন আসবে,
তাই প্রতীক্ষার করুণ চোখ ছিল দারুণ উৎকণ্ঠায়।
চঞ্চলা মন ছিল উচ্ছ্বল!
হৃদয়ের অন্তশিরায় অজানা ঢেউয়ের স্রোতে
প্রতীক্ষার করুণ আর্তনাদে কেটেছে অনন্ত প্রহর
অথচ কেউ এলো না!
পথের শেষ প্রান্তরেখা দেখা যায়,
পশ্চিম দিগন্তে দেখা দেয় বরুণেরা।
ঝরা ফুল সুবাস ছড়ায়,
থেমে গেছে অকাল বৈশাখী ঝড়।
অথচ আজও সে এলো না!
যদিও আসবে বলে কথা দিয়েছিল,
তাই তো কথার পিঠে কথা ছিল।
গল্পের তরে গল্প ছিল
অথচ কেউ এলো না!