বিধ্বস্ত সময়ের বিপরীতে হেঁটে ভিষণ ক্লান্ত আমি।
মহাকালের গহ্বরে হারিয়ে বিষন্ন স্মৃতির চলছে পোস্টমর্টেম।
একাকী লাশ ঘরে নিথর ক্লান্ত দেহে জীবানুর আতুরনিবাস,
আজ ভিষণ ক্লান্ত দিশাহারা,পথভোলা এক পথিক আমি!
মহাকালের রেখাপাতে নদী বদলায় তার গতিপথ
পাখি বদলায় তার নীড়,
মানুষও বদলে যায়।