ভালবাসি নারী,নদী,জল-
ভালবাসি প্রকৃতি,তৃণ,অরণ্য,ফুল ও ফল।
ভালবাসি বাঙালি নারীর লজ্জায় আঁচলে ঢাকা মুখ,
ভালোবাসি দুঃখিনী নারীর সংগ্রামে পাওয়া পরম সেই সুখ।
ভালোবাসি বাংলার বুকে অনবরত সবুজের ঢেউ,
বাংলার বিস্তীর্ণ শর্ষে হলুদের মাঠ।
কুয়াশায় আচ্ছন্ন সকালে ধানের শীষে একফোঁটা শিশির,
ভালোবাসি একতারা হাতে বাউলের গান-
রাখাল ছেলের বাঁশরীর সুর।
শিশির ভেজা ঘাসে নগ্নপায়ে হাঁটতে-
স্রষ্টার অপার সৃষ্টি রূপসী বাংলার কবিতা লেখতে!
ভালোবাসি গোধূলি বেলায় ধূসর অন্ধকারে,
জোনাকির নিভু নিভু আলো।
পৌষের শীতে বনের ক্ষ্যাপা শিয়ালের ডাকে-
মায়ের আঁচলে লুকানো ভঁয়ার্ত শিশুর কোমল মুখ,
ভালোবাসি কৃষকের গোলাভরা ধানে গৃহিণীর মুখে ফোঁটা হাসি।
ভালোবাসি নবান্নের উৎসবে পিঠাপুলির ছড়ানো সৌহার্দ্যর বাণী!
ভালোবাসি বাংলার বুকে বয়ে চলা বিস্তৃত নদী-
রোদেল আলোয় উজ্জ্বল,সূর্যের আলোয় উদ্ভাসিত-
নানারূপে ভরা আমার রূপসী বাংলাকে।
দেখি নীলয়ের সাগরে বাংলার হাসি!
আমি এই বাংলার,তাই বাংলাকে ভালবাসি।