ভিখারির অসহায় চোখের অদ্ভুত চাহনি দেখেছ?
প্রচণ্ড জ্যামে আটকা এ্যাম্বুলেন্সে অসহায় স্বজনের ক্রন্দনরত চোখের ভাষা কি কেউ বুঝেছে?
অভুক্ত পথশিশুর নির্ঘুম রাত,পিঞ্জিরায় পোষা পাখির ফ্যালফ্যাল করে শূন্যে চেয়ে থাকার মানে কি বুঝেছে মানুষ?
আমি মানুষের হৃদয় পাঠ করতে গিয়ে কূলহীন সাগরে নিজেকে খুঁজে পেয়েছি!
চোখের,মনের ও ভাবের যতোই গভীরে ঢুকেছি নিজেকে হারিয়ে বারবার খুঁজেছি।
অবিরাম অন্তহীন এই চলার পথে প্রশ্ন ও উত্তর এখানে উহ্য থাকে আমি আমি এবং আমির মাঝে।