সব নদীর সীমানা পেড়িয়ে
নিস্তব্ধ মধ্য রাতে
আমরা আবার মিলিত হবো।
কালের অসমাপ্ত এক নির্জন গহ্বরে!
সময়ের বাহুডোরে অস্ফুট নীল জোছনায়
জলোচ্ছ্বাসের তুমুল অথচ মধুর মিলনে
কামনার আবেগে একটি রাত হবে রক্তাক্ত।
যেখানে দাবী আদায়ের মিছিল হবে না,
বঞ্চিত জনতার জনসমুদ্রে উচ্চারিত হবে না মিথ্যে আশ্বাস।
আমরা আবার মিলিত হবো,
অবারিত সবুজের স্নিগ্ধতায় অথবা ক্লান্তিহীন নতুন ভোরে।