কমিউনিষ্ট পতাকার আবরণে ঢেকে দাও রাজপথ
ললনার বক্ষ
ঘুচে দাও শোষিতের মরণব্যাথা
শস্যর মাঠে ভরে উঠুক বীজদানারা
অনাবিল হাসির এক মেঘ আসুক
অন্ধকার রাতের সুনামীতে ভেসে আসুক সোনালী সকাল
খসে পড়ুক আকাশের তারা
নতুন তারার আগমনে
লাল পতাকার আবরণে এক সুরে গাই সাম্যবাদের শোষনমুক্তির অমোঘ গান।
তবে কেন তরুণ ভুল করে চুমো খাও রমণীর
যেখানে ক্ষুধার বেদনায় শিশুরা কাঁদে
বৃদ্ধার নিত্য হাহাকার।
তবে কেন যুবক উৎসবে মাতোয়ারা
যেখানে বোনের অনিরাপদ রক্তাক্ত দেহ