যুদ্ধদিনের কবিতায় ফুটে উঠবে আমাদের কথাগুলো
সাতরঙা আকাশে উজ্জ্বল অথবা অনুজ্জ্বল সব তাঁরা একদিন উবে যাবে।
আমরাও একদিন হারিয়ে যাবো কোন এক অজনার উদ্দেশে
প্রিয়তমা আমার,সুদূর অতীত তাড়িত করে না তোমায়?
বল্ধা গার্ডেনের বেঞ্চে বসে,
শক্ত করে দুহাত ধরে যখন আবেগি কান্নায় ভিজিয়ে ছিলে আমার বাহু?
সেদিন মনে মনে বিজয়গাঁথা লেখা হয়েছিলে আমার অজান্তে।
সোনালি সকাল আজ ডুকরে কাঁদে
সূর্য হাসে অলক্ষে!
অথচ কথা ছিল আমাদের বাসর হবে।
রাতের আঁধারে যখন ডুবে যাবে চাঁদ মেঘেদের দেশে।
আমরা মিলিত হবো,
নিষিদ্ধ সেই আদিম খেলায়!
আমাদের খেলায় ঝরে যাবে
চল্লিশ কোটি শুক্রাণু!
জন্ম নিবে অদূর ভবিষ্যতে আমাদেরই সৃজিত ফুল!
আজ সব বেমালুম ভুলে আছো।
ঠিকই তো ঘর করছ,
আমার মতোই কোন এক পুরুষের!