নিঃসঙ্গ রাতের গভীরতায় যদি হারিয়ে যাও,
যদি ছন্দহীন জীবনের মানে খোঁজে ফিরো!
অথবা,
রূপ,রস,আদি শিকড় খোঁজো-
তবে আরও গভীরে হাতরে দেখো।
যদি একান্তই আমাকে খোঁজ,
তবে,নদীর উপড়ে নীল আকাশের তারায় আমাকে পাবে।
আমাকে পাবে,
মুক্তির অবিনাশী মিছিলে।
যদি একাকী ভ্রমণে যাও,
বিদর্ভ সীমাহীন অনন্ত ঘোরে।  
সৈকতের নীলাচলে আমাকে পাবে,
আমাকে পাবে,
লজ্জায় আড়ষ্ট কুমারীর হৃদয় মানচিত্রে।
ফুলের গন্ধে অথবা সবুজ প্রাঙ্গণে।
তুমি যেখানেই যাও,
অথবা সুবর্ণদীপ্ত রেখার শেষ প্রান্তরে!
দেখো,
করোটির নীলরাঙা অসীম অজুতে।
বিষণ্ণ যৌবনে অতৃপ্ত রাত্রির কালো দীর্ঘশ্বাসে,
দুরন্ত কামনার উজ্জ্বল ঠোঁটে,
সমস্ত দেহ অনুভবে,আমাকে পাবে।
আমাকে পাবে,
অন্তহীন এই পৃথিবীর কোন এক দূর অন্ধকারে!