কবিতা নামে একটি সুন্দর ফুল হারিয়ে
কবি নামের একটি পল্লব দিশেহারা।
কলম যদিও লিখে চলে অবিরাম,অন্তহীন-
ডায়রির পাতায় পাতায় অজস্র দুঃখগাঁথা,
কলম আর ডায়রি পল্লবের নিত্য সাথী।
কলম লিখে,ডায়রি বলে বাহ কি সুন্দর কবিতা!
গীতিকার সুর দিলে হয়ে যায় গান।
তাই পল্লব হয়ে গেল কবি।
আর কবিতা হয়ে হল ইতিহাস।
শহর,বন্দর নদী আর সাগর,
পাহাড়,ঝরনা,রঙিন আকাশে
অজস্র কবিতা এখন নিত্য হাসে।
কবিতাকে হারিয়ে পল্লব যখন কবি
পল্লবের প্রেমে তাই শত ফুল কবিতা হতে চায়!