চির সবুজ নির্মল আলয় ছেড়ে
ইট কনক্রিট ধুলোর রাজ্যে কেটে গেলো কতগুলো বছর
তবুও এ জীবন শ্রীহীন ঘন আঁধারে ঢাকা সুন্দর আগামী
এখানে নিত্য ঘুম ভাঙ্গে বিকট হর্ন
গ্যাসীয় ধূলি ভরপুর কার্বন ডাইঅক্সাইডে
নিতান্তই ব্যর্থ বেঁচে থাকার নিঃশ্বাস
গন্তব্যের লক্ষ্যে দীর্ঘ লড়াইয়ে বাদুড় ঝোলা প্রস্থান
এখানে জীবনের কোন মূল্য নেই
নীতিনৈতিকতার বালাই নেই
এখানে যুগলবদ্ধ প্রেমে ক্ষণিকের আবেগে ঝরাফুলের দীর্ঘ শ্বাস
যা কিছু সব কমার্শিয়াল মাইন্ড
গণতন্ত্র নামে অদৃশ্য বস্তুর সাথে শাসকশ্রেণীর কি নির্মম পরিহাস
শোষণের যাঁতাকলে পিষ্ট জনতার না পাওয়া গণতন্ত্রের বেদনাবিধুর দীর্ঘশ্বাস