( উৎসর্গঃ কমরেড রাজেকুজ্জামান রতন ও সমাজতন্ত্রের লড়াইয়ে সকল বামপন্থী কমরেডদের )
পৃথিবী আজ ধুঁকছে ব্যর্থ মানুষের ভিড়ে
ওহে মাঝি শুনো? ভিড়াও তরী মহাসাগরের তীরে
ব্যর্থ মানুষ ব্যর্থ পৃথিবী এখানে সাম্যের হাহাকার
মুছে দিতে হবে,রুখে দিতে হবে,ভ্রান্তের বিরদ্ধে খুলো সত্যের দ্ধার
ঐ যে শুনো কে ডাকছে? আহা সে কি সুমিষ্ট আহ্বান
কোথায় কোথায় সবে জ্ঞানী গুণী রাষ্ট্রের ভাড়াটে মহাবিদ্ধান?
ভেঙেছে নীরবতা,জেগেছে নিষ্পেষিত জনতা,প্রতিবাদের বিদ্যুৎ বাণী ফোটে
আমি বলি এই হল ইতিহাস,কাল যা রচিত হবে বিশ্বতটে
শুনো শ্রমিক শুনো কিষান শুনো ও ছাত্র যুবা ভাই
গড়ার জন্য ভাঙ্গা,ভাঙ্গার জন্য এ লড়াই
চেয়ে দেখ অতীত নিভৃতে কতো সুকান্ত গড়তে চেয়েছে ইতিহাস
অন্যায়ের বিরদ্ধে ন্যায়ের,শাসকের বিরদ্ধে শোষিতের ত্রাস
জানি রক্তের প্লাবন বইবে ঝরে যাবে কোটি তাজা ফুল
তবু মুছবে হাহাকার ঘুছবে লাঞ্ছনা রইবে না নিপীড়িতের রোল
সাম্যের সমাজ গড়তে হবে শত বিভেদ ভুলে এসো কমরেড
ভেঙে ফেলো সব বাঁধা গড়ে তোল লাল পতাকার ব্যারিকেড
ভুলে যাও রেষারেষি ব্যক্তিত্বের ধন্ধ নব উদ্যমে বলীয়ান
কালকের পৃথিবীটা সমাজতন্ত্রের লাল পতাকায় হবে সব ম্লান