আঁধারে চলিতে ভালোবাসে যে পথ
সত্য বুঝাবে কিসে আড়ালে গীত রচিবে গীবত
ওহে সবে মিশিছে সেথা লুকায়ে জনম ব্যাথা
ক্ষণিক হাসে ক্ষণিক কাঁদে মেনেছে সত্য রচে ভাগ্যদাতা
ফসল যে ফলে যন্ত্র যে আবিষ্কারক বিদ্ধার যে মূলে
সোনার হাত ভুলেছে তারা অদৃশ্য লয়েছে কোলে
বিদ্ধার আলো যে বিলায় জনে জন
সে কি কভু বলে কোন ধর্মে হয়লে সৃজন
লোহিত ঢলে লালবর্ণে বিঁধে যবে ধনুক
সব মাতা এক আপনার লোক