অনেক কিছু বলার ছিল কিন্তু কিছুই বলতে পারিনি
পিছন থেকে কে যেন টুঁটি চেপে ধরেছে
আর বলছে  চুপ কর চুপ কর চুপ করলাম
কিছু দেখার বাকী ছিল  তাও দেখতে দিল না
কালো কাপড়ে চোখ ঢেকে গেলো
সব কিছু তোর দেখতে হবে না চোখ  ঢেকে রাখ রাখলাম
পথে কেউ একজন রক্তাক্ত পরে আছে দেখতেও গেলাম না
কারুন সে না আমার ভাই না বোন আমার কি নিজের মত করে হাঁটছি
আর লজ্জাবোধ হাসালে ও আমি প্রতিদিন ঝকঝকে গ্লাসভর্তি পানি  দিয়ে গিলে খাই
প্রেম  মোহ মায়া ও তো কবেই ভুলে গেছি
আর দেশ প্রেমের কথা বলছ আরে ভাই দালালি বা মায়াকান্না না করলে কি আমি আধুনিক
তাইতো সত্যকে মিথ্যে আর মিথ্যেকে ইতিহাস বলি