আজ কোলাহলের দিন
আজ পিতার জন্মদিন
আজ পাখিরা গাইবে মুক্তির নব আনন্দে
শিশুরা হাসবে গাইবে তালে অথবা ছন্দে
উত্তাল জোয়ার কেটে তীরে এনেছে পিতা মুক্তির সে সাম্পান
আজ ঊর্ধ্ব গগনে ধ্বনিত হবে একটি কবিতা অথবা সেই গান
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আজ সুভাসিত ফুলে মুখরিত কানন
আজ ১৭ই মার্চ পোয়েট অফ বর্ণ
সতেরোশো সাতান্ন থেকে উন্নিশ একাত্তুর
অতঃপর সৃষ্টি হল নতুন এক ইতিহাস
তুলে নিয়েছিলে কাঁধে একটি জাতির ভার
নতুন সূর্যে আলোকিত ঘুচেছে আঁধার
হিমালয়ের উত্তর বায়ু থেকে সাহারার তপ্ত বালুকণা
তোমার জন্মের সার্থকতা আজ শুধুই মুজিব বন্দনা
তোমার জন্ম মানে আমার পূনর্জন্ম
তোমার জন্ম মানে বাংলাদেশের জন্ম
পৃথিবীর শোষিত মানুষের ঘরে ঘরে আজ পিতার জন্মদিন
পৃথিবীর মানুষের ঘরে ঘরে আজ খোকার জন্মদিন