আমার লেখা প্রথম কোন কবিতাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করলাম
ইংরেজি জানিনা তবু চেষ্টা করলাম বিজ্ঞানের সাহায্যে ভুল যদি হয়ে থাকে কেউ আমাকে পুরো কবিতাটিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দিবেন
ENGLISH
The name of the poem: Today is Father's Birthday
Poet Name: H.I.HAMJA


The noises of the day
Today is Father's Birthday
Today is the release of the birds sing for joy to the newly
Children laugh , sing or dance rhythm
He is the father of the release of the bank cut the tide brings Sampan
Today will be the top of a poem or the song Sonic Sky
This struggle struggle for freedom
This struggle is the struggle for independence
Today apposite swelling filled gardens
Today, on the 17th letter of Poet
Fifty-seven from sateroso unnisa ekattura
Then there was a new one in history
Took up over the shoulder of a Nation
New sun illuminated the darkness ghuceche
Hot air from the Sahara, the grain of the Himalayas
Letters fruition just adore you were born today
I mean my punarjanma Date
I mean, the date of birth
Exploited the house father's birthday today
Opposition to the world today is the birthday of room
বাংলা
আজ পিতার জন্মদিন
এইচ,আই,হামজা
আজ কোলাহলের দিন
আজ পিতার জন্মদিন
আজ পাখিরা গাইবে মুক্তির নব আনন্দে
শিশুরা হাসবে গাইবে তালে অথবা ছন্দে
উত্তাল জোয়ার কেটে তীরে এনেছে পিতা মুক্তির সে সাম্পান
আজ ঊর্ধ্ব গগনে ধ্বনিত হবে একটি কবিতা অথবা সেই গান
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আজ সুভাসিত ফুলে মুখরিত কানন
আজ ১৭ই মার্চ পোয়েট অফ বর্ণ
সতেরোশো সাতান্ন থেকে উন্নিশ একাত্তুর
অতঃপর সৃষ্টি হল নতুন এক ইতিহাস
তুলে নিয়েছিলে কাঁধে একটি জাতির ভার
নতুন সূর্যে আলোকিত ঘুচেছে আঁধার
হিমালয়ের উত্তর বায়ু থেকে সাহারার তপ্ত বালুকণা
তোমার জন্মের সার্থকতা আজ শুধুই মুজিব বন্দনা
তোমার জন্ম মানে আমার পূনর্জন্ম
তোমার জন্ম মানে বাংলাদেশের জন্ম
পৃথিবীর শোষিত মানুষের ঘরে ঘরে আজ পিতার জন্মদিন
পৃথিবীর মানুষের ঘরে ঘরে আজ খোকার জন্মদিন