বিশ্বাস কৱো কমৱেড কোন দিন এমন স্বপ্ন দেখিনি
কোন ফাগুনে শুভ্ৰ আকাশেৱ পলাশ অথবা কৃষ্ণচূড়া নিচে অপৱূপ সুন্দৱী ললনাৱ হাত ধৱে প্ৰেমালাপে মজবো
লাজুক ভঙিমায় বলবো বিশ্বাস কৱো হে প্ৰিয়তমা
তুমি ছাড়া আমাৱ এ পৃথিবী অচল
সত্যি বলছি কমৱেড আমি ইহকালের  স্বপ্নে মগ্ন নয়
পৱকালেৱ কাল্পনিক দুঃস্বপ্নে  ভীত নয়
বংশেৱ গৌৱব তো আমাৱ কোন কালেও ছিলোনা ছিলোনা আভিজাত্য
পার্থিবতা আমাকে গ্ৰাস কৱেনি কমৱেড
কালের চূড়াবালিতে হারিয়ে যাবো বলে হয়তো আমার জন্ম নয়
অমরত্বের কাম্যতায় আমি বিভোর নয়
তবে কেন মিথ্যে ছলনার সাগরে আমাকে ভাসালে
কেন ই বা এ অপবাদ
জানিনা কি তোমাদের স্বার্থ
তবে জেনে রেখো নিঃসংকোচ চিত্ত যার
সেই তো ছুড়ে হুংকার
কেননা এ তার অলঙ্কার
যদি থাকে ভয় দূর কর সংশয়
তবে হে বন্ধু তোমারি হবে জয়