এইচ,আই,হামজা
ভয় নেই ভয় নেই ভয় কিসের ভাই
আমরা নিত্য লড়ি মৃত্যুর সাথে মানুষের গান গাই
কেউ ডেকে আনে মহাপ্রলয় ডেকে আনে ধ্বংস
আমরা ভাঙি ঝঞ্ঝাট গড়ি সাম্যর বিশ্ব
আঁধার রাতে ভঙ্গুর পথে ছুটে চলি অবিরাম
ওরা মাতৃকার তরে মৃত্যুর খাতায় লিখেছে শত নাম
প্রয়োজনে হাসতে হাসতে মৃত্যুকে করে আলিঙ্গন
সৃষ্টি থেকে লড়ছে ওরা ছাত্র ইউনিয়ন
ওরা লড়ে ওরা মরে তবুও ছাড়ে না
নীতিহীন শোষণে ওরা ভীরুতায় কাঁপে না
প্রতিবাদের দাবানল জ্বেলে গড়ে তোলে প্রতিরোধ
ছড়িয়ে দেয় অহিংসের বানী মুক্তির আলো জাগিয়ে তোলে মানবতাবোধ
ওরা লড়ে ওরা মরে তবুও ছাড়ে না
নীতিহীন শোষণে ওরা ভীরুতায় কাঁপে না
ওরা শোষিত জনতার মুক্তির কাণ্ডারি
দুর্বলের মাঝে শানাই ওরা আলোর সঞ্চারি
ওরা লড়াইয়ের মাঠে আপোষের খাতা ছিরে
ওরা মিশেছে নিপীড়িত মানুষের হৃদয় গভীরে
তারিখ, ১৩/০৪/২০১৫
ঢাকা