একি এ দেখি লাশ ও ভাই এ কার লাশ
কথা ফোটে না মুখে
অবাক বিস্ময়ে ভরা দুটি চোখ
অজ্ঞাতসারে বলে এ আমার বোন ও আমার ভাই
ধর্ষণ না না কে বলে কে বলে শুনি?
ওসব গুটিকয়েক ছেলের দুষ্টমি
তদন্ত কমিটি ফরেনসিক রিপোর্ট
কোর্টের রুল আসামির জামিন ধামাচাপা ফাইল
বিচার নয় প্রহসনের কালক্ষেপণ
শবদাহীর বিদ্রুপ হাসি
সম্বিত ফিরে আসা কবির অদ্ভুতুড়ে নির্বাক চাহন
এ বিচারহীনতার সমাজে আমি যেন নব্য আগন্তুক
বোকা কবি তুমি দেখছি কিছুই জানো না
এতো লাশ লাশের মিছিল দমফাটা আর্তনাদ
এতো নতুন কিছু নয়
শুধু নব্য কাব্য কথামালায় লেখে দাও
এ শুধুই মানবতার বধ্যভূমি
নির্বাসনে মানবিকতা
বাস্তুহারা গণতন্ত্র
সম্প্রীতি আজ ধর্মের সাথে জুয়া খেলায় লিপ্ত
ওখানে টেক্কায় দান মারে বোরহানির চুমুকে কাচ্চি হজম
ইঁদুর বিড়াল খেলায় ওরা আজ গণকবরে পরে থাকা কঙ্কাল
সুখের স্বপ্ন কাঁচা টাকার গন্ধ অলস রেমিটেন্স
উন্নয়নের জোয়ারে প্লাবিত সোনার বাংলা
ওরা মানুষ নয় পুঁজির দাস
কেবল আধুনিকতায় রূপান্তর মাত্র
জঙ্গলে নিথর দেহ অপেক্ষায় শকুন
অর্ধজীবিত না না অর্ধ মৃত্যু
অসম ন্যায্যতার দাবীদারদের মায়াকান্না
মুখ জাতিসংঘ
গণতন্ত্রের লেবাস দারিরা
অফিসার প্রতিপালনে ব্যস্ত
মিসাইল ট্যাঙ্ক পরমাণু
সবুজ মৃক্তিকায় রণ যুদ্ধের সমর প্রদর্শন
ফেলে আসা মহাকালের
রূপান্তরিত মানবতার এ এক অদ্ভুত নিদর্শন।