আমি প্রেমিক বিশ্ব প্রেমিক।
এ বিশ্ব ছাড়িয়ে আমি আকাশ পাতাল সব করেছি আপন,
যেখানে যা দেখেছি চেয়ে তাই বেসেছি ভালো।
বইয়ের গভীরে হারিয়ে কখনো হেসেছি আনমনে,
কখনো বা আখি পল্লবে ঝরিয়েছি নোনাজল।
সকালের শিশির মাড়িয়ে হেঁটেছি গ্রাম থেকে গ্রামান্তরে,
ওখানে কষ্টের মাঝে ওরা সুখ খুঁজে।
আমিও হয়েছি সুখের ভাগীদার,
আমি দুহাত পেতে সুখ নেই!!
গোধূলিবেলায় নীড় ফেরা পাখির কলতানে শুনেছি দোয়েলের শিস।
তবুও ওরা বলে আমার মাঝে প্রেম নেই!!
আমি নির্দয় আমি নিষ্ঠুর প্রেম নেই আমার প্রেম নেই,
বল তাই কি আর হয়?
আছে প্রেম আছে,দ্রোহ আছে,চেতনা আছে,
নিখাত ভালোবাসার গণনগ্রন্থাগারে আমি প্রেম বিলায়।
পাহাড়ের কোল ঘেঁষা আঁকাবাঁকা নদীর-
সাথে হিমালয়ের ঝর্ণার মিতালী,
সাগরের বুকে অবিরাম ভেসে চলা-
জাহাজের সাথে নাবিকের প্রেম।
মেঘের কঠিন কালো স্তর ডিঙিয়ে সূর্যের দীপ্ত হুঙ্কার,
রাতের আকাশের অবাক জোছনা।
নীরবতা ভেঙে জেগে থাকা কবির সাথে-
কলমের শব্দহীন কথোপকথন,
বল একি প্রেম নয়?
১৯/০৭/২০১৫
কুড়িল বিশ্বরোড
ঢাকা
দুপুর