রক্তাত্ত তুমুল জনযুদ্ধে গৌরবের বিজয় এনেছ তুমি
দিয়েছ একটি মানচিত্র একটি পতাকা আত্মপরিচয় ভুমি
তোমার বজ্র কণ্ঠে ভূমিকম্পে কেঁপে উঠত ব্যারাক
নিমিষে চুপসে যেত উর্দি পরা মেজর,জেনারেল,সৈনিক
মুক্ত বঙ্গভূমি মুক্ত নেতা আকাশ বাতাস চির সজীব
উন্মুক্ত জয়উল্লাসে বাঙ্গালীর হৃদয় অন্তঃকরণে তুমি শেখ মজিব
টগবগে তারুণ্য ভুলেছ উদ্দাম যৌবন
মানবতা স্বদেশ প্রেমে তুমি মৃত্যুকে করেছো আলিঙ্গন
রূপকথার গল্প শুনতে চাই না অথবা শুনতে চাই না অতিরঞ্জিত উপখ্যান
পিতা হত্যার বদলা নিতে জাগো হে বঙ্গসন্তান
দুঃখিনী মায়ের তুমি হে নেতা অনিঃশেষ এক প্রান
তৃণ হতে ধূলকণা বলে জয় জয় শেখ মজিবর রহমান
নেতা নও তুমি হে পিতা হৃদয়ে করেছি তোমায় ধারণ
তুমি নেই অনুভবে হৃদয়ে জাগে রক্ত ক্ষরণ
মরেনি নেতা,আদর্শ আজও অটুট,শেষ হয়নি সংগ্রাম
হে চির ভাস্বর চির অমর চির মহান তোমাকে লাল সালাম।
সমাপ্তঃ ০৫/০৮/২০১৫ দুপুর