দেখ ঐ সূর্যটাকে কি অকাতরে বিলায় আলো
গাছ পুড়িয়ে কয়লা করো অথবা যতই তারে জ্বালো  
নদী শাসিয়ে শ্মশান বানাও বা যতই তারে কাটো
নিঃস্বার্থে যে করে দান মহা দানবীর দাতা হয় কি খাটো
পাহাড়ের অপরূপ রূপের শোভিত মায়ায়  
  সুদীর্ঘ কালের বহমান আলো আঁধারের ছায়ায়  
সৌন্দর্য বিলাসে সন্ধ্যা তারা অথবা বিমুগ্ধ রাতের চাঁদ  
ফুলের রূপ ফলের মিষ্টি রসে বিচিত্র কত স্বাদ
তবুও সূর্য বলেনি কে হিন্দু মুসলিম বৌদ্ধ অথবা খ্রিষ্টান
অথচ মানুষ হয়ে তুমি মানুষকে করেছো ব্যবধান
পৃথিবীর সৃষ্টি চির সবুজ আদি হতে অনাদিকাল
অথচ মানুষের রক্ত খুনে মানুষ করেছে এ পৃথিবী লাল
আমি মানুষকে চিনি মানুষ রূপে খুঁজি না ধর্ম অথবা বর্ণ পরিচয়
জন্ম মৃত্যু সৃষ্টি অথবা ক্ষয় এসব প্রকৃতি নিয়ম ধর্মের নয়  


১৬/০৮/২০১৫
ঢাকা