নাটাই ছাড়া জীবনের ঘুড়ী
মধ্যকাশে উড়ে অবিরাম
জানি না কোথায় এ জীবন হায়
লিখে রাখে তার পত্র নাম
থেকে থেকে উঠে দেয়ালের ক্যানভাসে
মৃত জীবনের প্রচ্ছায়া সবুজ ঘাসে
আলো আঁধারের কালো কালো রঙ হাসে
এ জীবন প্রবঞ্চনার হায় চাতুরীর চতুর খেলা
মাঝিহীন মেঘমল্লার দিকহীন সেতারা
সরস জ্ঞানের পরশ মন
নাচে তা ধিন ধিন করে উচাটন
এ জীবন ছন্নছাড়া আউল-বাউল পাগল পাড়া
মাঝিহীন মেঘমল্লার দিকহীন সেতারা
কেউ কেউ আছে ডাকে পাছে পাছে
ধুর ধুর করে কেউ কেউ বলে ধর ধর
কেউ হাসে আড়ালে কেউ কাঁদে মরমর
জীবন যুদ্ধ এ জীবনের তরে
কেউ জিতে আর কেউ হারে
হার জিত জিত হার খেলা
মনের কল্পনায় মন ভাসিয়ে ভেলা
মাঝিহীন মেঘমল্লার দিকহীন সেতারা


তাং... ১৩/০৮/২০১৬