শেষ বিকেলের শুভ্রতায় তোমাকে দেখি
দক্ষিনের হাওয়ায় উড়ন্ত কাশফুলে
তোমাকে দেখি
রৌদ্রে ঝলমল পলাশের আগুন বনে
তোমাকে দেখি
দেখি কামনার অনুভবে জাগ্রত তুমি
বিচ্ছিন্ন ভাবনাগুলো পেখম মেলে সুদূর আকাশে
ভাবনার রাজ্যে কেবলই তুমি
হলদে প্রজাপতির ডানায় কল্পতরু করে খেলা
বিচিত্র আকাশের বুক চিড়ে কালো মেঘে অন্ধকার
হেঁয়ালি জগতে এলোমেলো শব্দে গুচ্ছ কথামালা
চতুর রঙে ভাবনার কোলজুড়ে কবিতার আস্তরণ
কল্পনার চিত্রপটে কবিতার কবি হয় প্রেমিক
আর প্রেমিক হয় কবি।
অথচ আমার সর্বাঙ্গ তোমার প্রতিচ্ছবি
সকালের সোনালি রোদ্দুরে তোমাকে দেখি
তোমাকে দেখি মহুয়ার পাগল পাড়া নৃত্যে
দিনশেষে আমি এক ব্যর্থ প্রেমিক কবি