ঘুমিয়ে অথবা জাগ্রত
স্বপ্ন কি বাস্তব
তোমার কপাল হতে নিতম্ব অনলবর্ষ চুম্বন
অতঃপর ত্রাতা হয়ে বর্ষিত আঠালো পদার্থ
কল্পিত রোমাঞ্চকর রাতান্তে
মনের কোণে আবেশি সুপ্ত হাসি
আমাকে জানিয় দেয়
বসন্ত এসেছে এই পৌষের তীব্রতায়
এ বসন্ত আঠারোর
এ বসন্ত প্রতি রাতে নিঃসঙ্গতার অনুভবে
এ বসন্ত ছুঁতে চায় বাঁকানো ঠোঁট
বুকের খাঁজ,থাইয়ের কোমল অঙ্গের উত্তাপ
কি দুঃসহ এ কাতরতা
এ বসন্ত গোলাপের পাপড়িতে মুগ্ধতা খোঁজে অবিরল
শাড়ির আবরণে খোঁজে সপ্ত সুখের স্বর্গময়তা!