প্রিয়তমা,
এমনতো হওয়ার কথা ছিল না আমাদের,
কথা ছিল সাজানো একটি বাগান হবে
শত রঙের ফুলে গড়ে উঠবে নির্মল সুখের সংসার
কথা ছিল কোন এক নদীর পাড়ে
গল্পে গল্পে ডুবে যাবে সন্ধাকাশের রক্তিম সূর্যটা
পাখির কলতানে দক্ষিণের বাতাস বয়ে আনবে হিমালয়ের স্তরিভুত মেঘ
মধ্যরাতে পূর্ণিমার আলোতে ফুলের বাসর হবে
প্রিয়তমা,
তবে হঠাৎ কেন এলোমেলো,
জীবনের সব রঙ আজ নিকষ কালো
এতদিনের সাজানো
অথচ কালো পাহাড়ে ভেঙে যাওয়া স্বপ্নের পাথরচাপা কান্না
কলকল নদীর ঢেউয়ের মত জল গড়িয়ে পড়ে অবিরাম
বহু বছরের পুরনো দুঃস্বপ্নেরা ফিরে ফিরে আসে
কথা ছিল তোমার শুভ্র শাড়ির আঁচলের পরতে পরতে লেখা হবে ভালোবাসার পংক্তিমালা
অথচ ভীষণ কালো মেঘে ঢাকা হৃদয় পাহাড়ের অন্তঃকোণে বরফের আস্তরণ
প্রিয়তমা,
এমনতো হওয়ার কথা ছিল না কখনো,
তবে কেন পৃথিবীর সকল কষ্টেরা এসে ভীর করে
আকাশের সব জল কেন ঝর্নার মত থৈ থৈ করে
বাইরে সরল অথচ ভিতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত
মনে পড়ে তোমার কান্নার সুরে আমারও চোখ ভিজেছিল
পাখির ডানার মত জাপটে ধরে বলেছিলে তুমি শুধুই আমার
প্রিয়তমা,
তবে কি আমারি কোন ভুল ছিল?
বলতে পারো এতোটা নষ্ট কেন হলাম
ভুলের পাপড়িতে ফুলের সংসার সাঁজাতে চেয়ে
থেমে গেছে স্বাপ্নিক জীবনের গতিপথ