প্রার্থিত গন্তব্যর শেষ সীমানায় উপনিত
যদিও অস্তাগত বিকেল রাতের অপেক্ষায়
তমাল বনে শালিকের শিস
সাগর শৈবাল মাড়িয়ে নদীর কিনারে নদী
কুয়াশায় ঢেকেছে মেঘ
নিষিদ্ধ আকাঙ্ক্ষায় কেটেছে বালক বালিকার মধুর প্রেম
এখন আর প্রেম নয়
কামনার উচ্ছল আবেগ উঠেছে জেগে
এসো আজ মধ্যরাতে সকল লজ্জার মাথা খাই
তোমার বাহুডোরে আবদ্ধ করো আমার মুখ বুক নাভীর শেষ প্রান্তে রাখো ঠোঁট সাগর
তোমার আবেগি উক্তাপে উপশম হোক কামনার উচ্ছল দ্রোহ
এসো হিমেল বাতাসে নিষিদ্ধ আলিঙ্গনে মাতি
এখন মধ্যরাত আকাশে দারুণ চাঁদ
এসো আমরা খেলি আদিম হিংস্রতা